ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে জীবন দিলেন, পাচ্ছেন মরণোত্তর স্বীকৃতি
আন্তর্জাতিক :
জেলেনস্কি বলেন, ‘আমাদের জিমিনি দ্বীপকে (স্নেক আইল্যান্ড) সুরক্ষিত রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সীমান্তরক্ষীরা। বীরত্বপূর্ণভাবে জীবন বাজি রেখেছেন। তারপরও হাল ছেড়ে দেননি। তাঁদের সবাইকে ইউক্রেনের বীর হিসেবে মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে। ইউক্রেনের জন্য যাঁরা জীবন দেন তাঁদের চিরন্তন স্মারক এ স্বীকৃতি।’হিসেবে থাকবে।