মারা গেছেন স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হওয়া সংগীত শিল্পী
করোনার থাবা থেকে বাঁচতে সারাবিশ্বের মানুষ যখন মরিয়া হয়ে টিকা নিচ্ছে, তখন এর বিরোধীতা করেন ইউরোপের দেশ চেক রিপাবলিকের এক লোক সংগীত শিল্পী। তিনি করোনার স্বাস্থ্যসুরক্ষাও মানতেন না। পরে স্বেচ্ছায় করোনা রোগীর সংস্পর্শে গিয়ে শেষ পর্যন্ত ভাইরাসাটিতে আক্রান্ত মারা গেলেন ৫৭ বছর বয়সী এই শিল্পী। তার নাম হানা হরকা।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি জানায়, হানা হরকা করোনার টিকা নেননি। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেই জানিয়েছিলেন হানা। তবে এর দু’দিন পর তিনি মারা যান।
হানা হরকার ছেলে জ্যান রেক বলছেন, তিনি ও তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর তার মা হানা স্বেচ্ছায় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মূলত থিয়েটারসহ নির্দিষ্ট কিছু ভেন্যুতে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পাস নেওয়ার জন্য তিনি স্বেচ্চায় করোনাভাইরাসের সংস্পর্শে এসেছিলেন।
অবশ্য জ্যান রেক ও তার বাবা আগেই করোনা টিকার ডোজ সম্পন্ন করেছিলেন। কিন্তু ক্রিসমাসের সময় তারা করোনায় আক্রান্ত হন। কিন্তু ছেলের দাবি, তিনি ও তার বাবা ভাইরাসে আক্রান্ত হলেও তার মা দূরে থাকতে চাননি। স্বামী ও সন্তানের সঙ্গে থাকতে তিনি নিজেও বরং ভাইরাসে আক্রান্ত হওয়ার পথই বেছে নেন।
অতি সংক্রমামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর ইউরোপের অন্যান্য দেশের মতো চেক রিপাবলিকেও সংক্রমণ সম্প্রতি বেড়েছে।