মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ শুক্রবার বিকালে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার উত্তরার বাসায় যান। তিনি বলেন, তার বাসার সবাই করোনা ভাইরাসেআক্রান্ত হয়েছে।এ বিষয়ে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেন। ফখরুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহে চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। মির্জা ফখরুলের সামান্য কাশি ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আগামী বুধবার আবারও তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে।শুক্রবার (১৪ জানুয়ারি) মির্জা ফখরুলের উত্তরা বাসায় দেখা করতে যান ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদসা, ডা. সাখাওয়াত রাজিব ও শেষ বর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান। তারা প্রায় ১ ঘণ্টা যাবত মহাসচিবের পাশে ছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।