আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মাধ্যমিকে রেকর্ড ৯৩.৫৮ শতাংশ পাস

মহামারীর কারণে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রেকর্ড ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এতে পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গতবছর মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফলের অনুলিপি গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন ডা. দীপু মনি।

শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকায় পাসের হার ৯৩ দশমিক ১৫, জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিব ১২ ভাগ, মোট জিপিএ ১২ হাজার ৭৯১ জন।

কুমিল্লায় পাসের হার ৯৬দশমিক ২৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।

সিলেটে পাসের হার ৯৬ দশমিক ৭৮ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ৪৮৩৪ জন।

বরিশালে পাসের হার ৯০ দশমিক ১৯ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

যশোরে পাসের হার ৯৩ দশমিক ৯ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন।

দিনাজপুরে পাসের হার ৯৪ দশমিক ৮ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন।

রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ ভাগ, জিপিএ ৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন।

ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ০৯২ জন।
মাদরাসায় পাসের হার ৯৩ দশমিক ২২, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন।

পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়, এবার ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮ দশমিক ১৮ শতাংশ।

ফেসবুকে লাইক দিন