আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ওমিক্রনের ধাক্কা, বিশ্বজুড়ে আরও ১৫০০ ফ্লাইট বাতিল

ভোলার খবর ডেস্ক :
বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ, কর্মী সংকট ও অসুস্থতার কারণে আরও দেড়হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনের উৎসবের মধ্যে রবিবারের ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েছেন বহু পর্যটক। এ কয়েকদিন সব মিলিয়ে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি। বাতিল হওয়া এসব ফ্লাইটের অধিকাংশই চীন ও যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে সোমবার আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ওমিক্রন স্ট্রেইন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ক্রু অসুস্থ হয়ে পড়েছেন। কারও কারও করোনা পজেটিভি এসেছে। সংকটময় পরিস্থিতির পেছনে ওমিক্রনের ক্রমবর্ধমানকে দায়ী করছে বিমান কোম্পানিগুলো।
প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হাল্কা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে। ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রবিবার শুধু যুক্তরাষ্ট্রেই ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করে সংশ্লিষ্টরা। দুনিয়াজুড়ে গত শুক্রবার থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ ফ্লাইট।

ফেসবুকে লাইক দিন