আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ক্লাস সংখ্যা বাড়ানোর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক :
আগামী বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণের অবস্থা দেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সংখ্যা বাড়ানো এবং এর সঙ্গে রেমিডিয়াল ক্লাস করানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘ওমিক্রন নিয়ে আশঙ্কা আছে। বিশ্বে শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আমাদের দেশে দেখছি, মার্চ মাসে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ মাস আসার আগে কিছু বলতে পারছি না। আমরা সব তথ্যগুলো নিয়েছি, সেগুলো বিশ্লেষণ হচ্ছে। কোথায় কতটুকু আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে সেগুলো দেখছি, এরপরই সে অনুযায়ী আমরা নতুন বছরে পদক্ষেপ নেবো। অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।’ শনিবার (২৫ ডিসেম্বর) চাঁদপুর শহরের নিজ বাসায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মানার তাগিদে এ বছরও বই উৎসব হচ্ছে না। গত বছর করোনার মধ্যে বই উৎসব হয়নি। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে। বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয় শিডিউল নির্ধারণ করবে, কবে এবং কোন দিন কোন ক্লাসের বই দেবে। সেরকম করে তারা বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’ বইয়ের ভুলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আশা করি, এবার বইয়ে ভুল কম থাকবে বা থাকবেই না। এরপরও হয়তো থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনও ভুল থাকে আমরা সেগুলো শুধরে নেবো।’ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন