ভোলার আনন্দ পাঠশালা আজ মেঘনার তীরে
দিদার হোসেনঃ-
শিশুরা হাসবে খেলবে শিখবে স্লোগানকে সামনে রেখে পাঠশালায় একের পর এক কর্মসূচি চলছে বিনামূল্যের আনন্দ পাঠশালায়। নানামুখী শিশু কল্যাণ মূলক, জনসচেতনতা মূলক, শিশু অধিকার নিয়ে কর্মসূচি একের পর এক বহুল আলোচনায় ভোলার আনন্দ পাঠশালা। আজ মেঘনার তীরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে চলছে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় 25 জন শিক্ষার্থীর অংশগ্রহণে করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ মুখর হয়ে ভোলার আনন্দ পাঠশালা।।
এ সময় উপস্থিত ছিলেন, বিনামূল্যের আনন্দ পাঠশালা পৃষ্ঠপোষক মনির আহমেদ ও আনন্দ পাঠশালা সংগঠক রায়হান মাহমুদ, আজিজ রায়হান, ইংরেজি শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম।।
উল্লেখ্য আগামী একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উদযাপনে, উক্ত আনন্দ পাঠশালা প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে।