ওমিক্রন বাড়লে ধ্বংসের মুখে পড়বে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা
ভোলার খবর ডেস্ক :
ওমিক্রনের সংক্রমণ বাড়লে ধ্বংসের মুখে পড়বে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা। মঙ্গলবার করোনার নতুন ধরন নিয়ে এ সতর্ক বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। তিনি জানান, বর্তমানে ইউরোপের যুক্তরাজ্য, ডেনমার্ক এবং পতুর্গালে ব্যাপকভাবে ছড়িয়েছে ওমিক্রন। যত দ্রুত সম্ভব সবাইকে বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন হ্যান্স ক্লুগ। ওমিক্রনের বিস্তার বাড়ায় ৯ জানুয়ারি পর্যন্ত বার রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার।১০ জনের বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। এদিকে, বিশ্বে একদিনে করোনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৭ লাখ ৩২ হাজার। এ নিয়ে বিশ্বে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার। এ পর্যন্ত আক্রান্ত ২৭ কোটি ৬৫ লাখের বেশি। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল সরকার। বিদেশি ভ্রমণকারীদের ওপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে থাইল্যান্ড সরকার।