আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং, ১২ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মাসব্যাপী কুইজ প্রতিযোগীতা, আজ ২য় পর্বের ফলাফল প্রকাশ।।

শিক্ষা প্রতিনিধি#

ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাসব্যাপী ২য় ধাপে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ২৪ নভেম্বর প্রভাতি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪জন উত্তিন হন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব প্রধান অতিথী দৈনিক ভোলার বানী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন এবং ফাতেমা খানম কলেজের প্রভাষক বোরহানউদ্দিন, শিক্ষক মনির আহাম্মেদ ।। শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজের সরাসরি তত্ত্বাবধায়নে প্রতিযোগিতাটির আজকের পর্ব অত্যন্ত আনন্দ মুখর ভাবে অনুষ্ঠিত হয়। আজকে পর্বে যারা উত্তির্ন হয়েছে তারা হচ্ছেন- ভোলা কালেক্টরেট স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী- এস এম জকিরুল আলম (০৯), মোঃ রাফি(২৩) আপু আচার্য (০৮), রাম কিশোর রায় (১৭), মাইশা ইসলাম (০৬) ফাতেমা জহুরা (১৫) মোঃ ফাইজান (৩) হাবিবুল হাসান (২৫)

ভোলা পৌরবালিকা সরকারি প্রাঃ বিদ্যালয়, ফাতেমা জহুরা (২১),রুমা মিতু (১৪) সোহাইল

পরানগঞ্জ প্রাঃ বিদ্যালয়ের, রুমা মিতু(১৪), লামিয়া (৪০) জোবায়াদা আক্তার সুমি (১০), বিবি ফাতেমা (৪৯) উর্মি (২৬), লামিয়া (২৯), বিবি খাদিজা (৪১), মোঃ শাফায়াতে (৬৪),মোঃ জুনায়েদ (৩৬), আব্দুল আল সাফি (০৩), শাফায়াতে লাফি (৬৪) হাসনাইন (১১), নাজমুল হাসান(৫০) l

উত্তির্ন শিক্ষার্থীদের ২য় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ৫ম শ্রেনীর বাংলা বইয়ের ১ থেকে ৫০ পৃষ্ঠা অধ্যায়ন করে আগামী ২৬ নভেম্বর ২০২১ রোজ শুক্রবার হার্ডবোর্ড ও কলম সহ বিকাল ৩.০০ টায় ভোলা সরকারি স্কুল মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য যে মাস ব্যাপী কুইজ প্রতিযোগিতার আহ্ববায়ক দীপাঞ্চল সমাজ কল্যান সংস্থা কতৃক পরিচালিত দীপাঞ্চল শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন জানিয়েছেন শিক্ষার্থীদের পড়াশুনায় গত দুই বছরের অপূর্নতা পূরনে ও মনোযোগ সৃষ্টিতে এই প্রতিযোগিতা ফলপ্রসূ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন