অবশেষে নাম পরিবর্তন হলো ফেসবুকের
অনলাইন ডেস্ক:
গুঞ্জন সত্যি হলো, অবশেষে নাম পরিবর্তন হলো মার্ক জুকারবার্গের কম্পানি ফেসবুকের। প্রাপ্ত তথ্যে জানা যায়, মার্ক জুকারবার্গের কোম্পানির নতুন নাম হচ্ছে ‘মেটা।
বেশ কিছুদিন ধরে ফেসবুকের নাম পরিবর্তনের বিষয়টি শুনা যাচ্ছিল এবং সংস্থাটির প্রধান মার্ক জাকারবার্গ এমনই ইঙ্গিত দিয়ে আসছিল।
সর্বশেষ আগের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়।
এদিকে বৃহস্পতিবার ফেসবুক কানেক্ট অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি কনফারেন্সে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ফেসবুক, এখন মেটা নামে পরিচিত। একটি ভার্চুয়াল বিশ্বে কাজ করার এবং খেলার জন্য তার দৃষ্টিভঙ্গি বর্ণনা করার জন্য, সাই-ফাই শব্দের মেটাভার্সের উপর ভিত্তি করে নতুন মনীকার গ্রহণ করেছে।