টিকার আওতায় আসবে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা !!
ডেস্ক রিপোর্টঃ-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, শিগগিরই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলো চালু করার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের হোস্টেল ব্যবস্থাপনা, তাদের ভ্যাকসিনিশন করে সেগুলো খোলার পরিকল্পনা রয়েছে।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং অ্যাসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক আরও বলেন, শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে, তবে আবারও করোনা সংক্রমণ বাড়লে আগের মতো অ্যাসাইমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে।
মাউশি, বরিশাল অঞ্চল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন।
সভায় বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সব সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।