শিক্ষার্থীদের উল্ল্যাসে মুখরিত ভোলা সরকারি কলেজ।।
মেসকাত আহাম্মেদ ( ভোলা কলেজ প্রতিনিধি)
সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে ভোলা সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ। দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শিক্ষকদের মধ্যেও ছিল কর্মচাঞ্চল্য। রোবাবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় ভোলা সরকারি কলেজ ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজের সামনে উপস্থিত হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দিয়ে ভোলা সরকারি কলেজের পক্ষ থেকে মাস্ক নিশ্চিত করে কলেজ কতৃপক্ষ।শ্রেণিকক্ষ ঘুরে দেখা যায়, প্রতি বেঞ্চে দু’জন করে শিক্ষার্থী বসানো হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শ্রেণিকক্ষে প্রবেশের পর ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ভোলা সরকারি কলেজের সকল শিক্ষক মন্ডলী। এসময় করোনা সচেতনতায় দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভোলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া।
শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন – সহকারী অধ্যাপক(বাংলা বিভাগ) ডক্টর. ফিরোজ মাহমুদ, মিজানুর রহমান, প্রভাষক – রিয়াজ উদ্দিন, মোঃ মনির হাসান। সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) কাজী মোঃ হাসান, প্রভাষক – রোকেয়া রহমান, কামরুন নাহার। সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এ বি এম মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রভাষক আবু জাফর ও (ইসলামি ইতিহাস বিভাগ) সহযোগী অধ্যাপক -মহাম্মদ উল্যাহ, সহিদুল আলম সহ আরও অনন্য বিভাগের শিক্ষকগণ।এরপর আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু হয়।একাদশ শ্রেণির ছাত্র এ কে এম মঞ্জুর মোর্শেদ (বিজয়)বলেন, ভর্তির পর আজই প্রথম সশরীরে কলেজে উপস্থিত হলাম। এতদিন অনলাইনে ক্লাস করেছি। কলেজে আসতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে। দ্বাদশ শ্রেণির ছাত্র সিয়াম হাসান বলেন, দীর্ঘদিন পর আজ কলেজে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় শিক্ষকদের, বন্ধুদের দেখছি। এই অনুভূতি বলে শেষ করা যাবে না। অধ্যক্ষ, প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া ভোলার খবর পত্রিকার কলেজ প্রতিনিধি কে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গন। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে বসানো হচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা সশরীরে ক্লাস শুরু করছি।