আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

অপরাধ নির্মূলে ওসি মনপুরার একের পর এক সাফল্য !!

স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলার মনপুরা থানার ওসি সাঈদ আহামদের প্রান পণ প্রচেষ্টায় বিকাশে চলে যাওয়া ১৮,০০০/- (আঠারো) হাজার ফিরে পেলেন ভূক্তভূগি তাজুদ্দিন রাড়ী। এ পর্যন্ত সব মিলিয়ে ১৫০০০০ উদ্ধার করেন মনপুরা পুলিশ প্রশাসন।। ওসি মনপুরা যোগদানের পর থেকে একের পর এক মাদক ব্যবসায়ী, নারী নির্যাতন রোধ, যৌতুক নিধন কর্মসূচি,এমনকি চলতি মাসে ৮ জন পলাতক আসামি গ্রেপ্তার করে বহুর আলোচিত হয়ে গণমাধ্যমে বারবার উঠে এসে তার তথ্যচিত্র। অপরাধীদের অভয়ারণ্য দ্বীপ মনপুরার সকল অপরাধ নিধনে ওসি সাঈদ আহমেদ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে।। বর্তমানে মনপুরায় অপরাধীদের কাছে আতঙ্কের নাম ওসি সাঈদ আহমেদ।

উল্ল্যখ মনপুরা থানার সাধারণ ডাইরী নং-২৭৬, তারিখ-০৯/০৯/২০২১ খ্রীঃ এর বাদী মোঃ তাজুদ্দিন রাড়ী, পিতা-মোঃ মুকবুল আহমেদ রাড়ী, সাং-দক্ষিন সাকুচিয়া ০৪নং ওয়ার্ড, থানা মনপুরা, জেলা ভোলা এর বিকাশে চলে যাওয়া ১৮,০০০/- (আঠারো) হাজার টাকা অদ্য ১০/০৯/২০২১ খ্রীঃ উদ্ধারপূর্বক ভিকটিমকে প্রদান করেন অফিসার ইনচার্জ জনাব সাঈদ আহমেদ, মনপুরা থানা, ভোলা।

ফেসবুকে লাইক দিন