আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ফের ভোলা শহরে অচলাবস্থা – নতুন বাজার সড়ক।।

স্টাফ রিপোর্ট ।।

ভোলার শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার চত্বরের দৃশ্য যেন মরন কুপের বা ফাদে পরিনতি।। দৃশ্যটি ভোলার মানুষের কাছে বহুদিনের পরিচিত সড়ক, ভোলার সবচেয়ে ব্যস্ততম সড়ক নতুন বাজার সার্ভার স্টেশনের (জেলা নির্বাচন অফিসের) সামনে এরকম একটি দৃশ্য চোখে পড়ার মত সকল পথচারীদের, যা আজ ভোলার খবরের তথ্যচিত্রে ফুটে তোলা হয়।।

এখানেই শেষ নয় জেলা সার্ভার ষ্টেশন থেকে নতুন বাজার সড়কটি সার্ভার ষ্টেশন থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত প্রায় অর্ধ কিলো সড়ক সম্পূর্ণ ভাঙ্গা। যেখানে রয়েছে মাতৃসদন মা ও শিশুকল্যান কেন্দ্র, ভোলা সদর থানা, পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা দায়রাজজ আদালত, ভোলা জেলাবার সমিতি অফিসের মতো অতিগুরুত্বপুর্ণ অফিস।। অতিসত্বয় সড়কগুলো মেরামত করে মানুষকে এ ভোগান্তি থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারন মানুষ।।

আসছে বিস্তারিত……..

ফেসবুকে লাইক দিন