মোবাইল কোর্টের অভিযানে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে যুবককে অর্থদণ্ড

মোঃ ইকবাল হোসেনঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. লিমন (২২) নামের এক ব্যক্তিকে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এর নির্দেশনায় রামকেশব, সাচড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাতে-নাতে আটককৃত লিমন—পিতা মো. রুহুল আমিন, সাং—কুতুবা ৪ নম্বর ওয়ার্ড, বোরহানউদ্দিন—নিজ দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার অঙ্গীকারনামা প্রদান করেন। মোবাইল কোর্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি রণজিৎ চন্দ্র দাস, অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
