মোঃ ইকবাল হোসেনঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. লিমন (২২) নামের এক ব্যক্তিকে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এর নির্দেশনায় রামকেশব, সাচড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাতে-নাতে আটককৃত লিমন—পিতা মো. রুহুল আমিন, সাং—কুতুবা ৪ নম্বর ওয়ার্ড, বোরহানউদ্দিন—নিজ দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার অঙ্গীকারনামা প্রদান করেন। মোবাইল কোর্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি রণজিৎ চন্দ্র দাস, অভিযান চলাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।