মাদকের বিরুদ্ধে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি’র মানববন্ধন কর্মসূচি

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ ভোলা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের বিস্তারে ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ব্যাধি দিনদিন ভয়ংকর ভাবে গ্রাস করছে জেলার শিক্ষার্থী ও যুব সমাজকে, এর ফলে একদিকে যেমন সমাজে অবক্ষয় বাড়ছে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা রাখার দাবিতে আসছে আগামী (শনিবার ১৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটের সময় ভোলা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর আয়োজনে এই মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজ এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন সংগঠনটি। আয়োজিত সংগঠন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই মাদকের এই ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, মাদক প্রবেশের রুট গুলো বন্ধ করা, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর আয়োজিত মানববন্ধন ভোলা জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে’ই মনে করছেন, এমন জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রশাসনের নজরদারিতে মাদক নির্মূলের কার্যকর অতিদ্রুত গ্রহণ করা হবে।