ঝালকাঠিতে আইনগত সহয়তা ও মেডিয়েশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি: দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিশয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ বায়জিদ রায়হানের সভাপতিত্বে সহকারী জজ রানা পারভেজ,নলছিটির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম উপস্থিত ছিলেন।