বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ বিকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র স্থায়ী কার্যালয়ে মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুতুবা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোরশেদ জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজি আজম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী,উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,পক্ষিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাতাব্বর,পৌর যুব দলের আহবায়ক হেলাল মুন্সি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিফ আসলাম রুবেল,কুতুবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ গোলদার,কুতুবা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ হাওলাদার,সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।