চলে গেলেন না ফেরার দেশে সাংবাদিক নির্ঝর কান্তি ননী বিশ্বাস!

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ দৈনিক আমার সংবাদ ও খোলাকাগজের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সহ- সভাপতি। বামনা সাহেব বাড়ী বাজারের বন্ধুজন টেলিকমের স্বত্বাধিকারী ও স্ট্যাম্প ব্যবসায়ী, সিনিয়র দায়িত্ববান সাংবাদিক নির্ঝর কান্তি বিশ্বাস (ননী) না ফেরার দেশে চলে গেছেন।
গতকাল বামনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়, প্রাথমিক ভাবে তাকে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায় স্বজনরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৯/০২/২০২৫) রাত ৮:৪৫ মিনিটে পরলোক গমন করেছে স্পষ্টভাষী ননী বিশ্বাস সকালের কাছে একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিল। তার বাবা নিকর রঞ্জন বিশ্বাস ও মা আশালতা বিশ্বাস শিক্ষক ছিলেন। মৃত্যুকালে ননী বিশ্বাস তার স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।