চরফ্যাসনে টেম্পু ট্রলির চাপায় শিশুর মৃত্যু
হাবিবুর রহমান মিরাজ (দুলার হাট থানা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে টেম্পু ট্রলির চাপায় ইসমাইল নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।( ২১ মে) মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের কাওমি মাদ্রাসা সংলগ্ন মৃর্ধা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল এওয়াজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শফিউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির মালবাহী টেম্পু ট্রলিটি মৃর্ধা বাজারের দিকে যাচ্ছিল । ওই সময় শিশু ইসমাইল রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শশীভূষণ থানার ওসি মু. এনামুল হক জানান, নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।