বামনায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠিত
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধি ” এই স্লোগানকে সামনে রেখে, আজ ৬ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুভ উদ্ভোদন করেন। বামনা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০৩ দিন ব্যাপি এই কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান মেলার স্টল গুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে, স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুল রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, মিঠুন মুন্সী, তাজুল ইসলাম, মোঃ শাহআলম, তরুন কুমার হাওলাদার, জাহিদ হাসান, কামরুল হাসান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রতীক মিত্র প্রমুখ। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন উপজেলার সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীবৃন্দ। আলোচনা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
কৃষি প্রযুক্তি মেলায় স্টল গুলোতে বিভিন্ন প্রজাতির দেশী বিদেশি ফলমূল, শাক সবজি ও বস্তায় আদা চাষ, পারিবারিক পুষ্টি বাগান, মিশ্র ফলবান, জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন সম্প্রসারন, আম, কাঠাল, জাম, ছফেদা, কলা, লিচু, আতাফল, আমরুজ, হরতুকী, বয়রা গাছসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।