আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৫ ইং, ১৫ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বামনায় মোবাইল কোর্ট পরিচালনায় ০৩ জনকে জরিমানা

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার সাহেব বাড়ী বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণ ও উচ্চমূল্যে বিক্রয়ের অভিযোগে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৮ মার্চ সোমবার বেলা ১১ টায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান। এ সময় তার সাথে ছিলেন বামনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরবিন্দ দাস, এসআই রাশেদ রহমান ও এএসআই মোঃ আজাদ।
মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, রসিদ/ভাউচার সংরক্ষণ না করা, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮০ টাকা কেজি মুল্যে তরমুজ বিক্রি, একটি রেস্টুরেন্টে পচা বাঁশি খাবার রাখা ও একজন ব্রয়লার ফিড ব্যবসায়ীসহ মোট ৩ জনকে মোট ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান বলেন, সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে বামনা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন