আনন্দ পাঠশালার উদ্যোগে বাপ্তা মন্দিরে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধিঃ-
ভোলায় আনন্দ পাঠশালার উদ্যোগে মহান বিজয় দিবসকে সামনে রেখে, প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থীদের নিয়ে মন্দির ভিত্তিক চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়। আজ বাপ্তা দুর্গা মাতার মন্দিরে প্রায় ৪৫ জন শিশুদের নিয়ে এই চিত্রাঙ্কন আয়োজন সম্পূর্ণ হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন দুর্গা মাতা মন্দির এর প্রাক-প্রাথমিক কার্যক্রম পরিচালনাকারী শিক্ষক স্মৃতি রানী দে ও আনন্দ পাঠশালার উপদেষ্টা মনির আহমেদ।। এ সময় প্রতিটি শিশু শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।।
উল্লেখ্য আনন্দ পাঠশালা ভোলা শহরে অত্যন্ত জনবহুল একটি যুব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যা শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক কার্যক্রম, যুব শ্রেণীদের নিয়ে যুব কার্যক্রম ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।