ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ’র জন্মদিনে ভোলা কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল
কলেজ প্রতিবেদক:
ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ’র ২৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১লা এপ্রিল) ভোলা সরকারি কলেজ, শাহবাজ খাল হল ও কবি নজরুল হল শাখা ছাত্রলীগের উদ্দ্যোগে কলেজ ক্যাম্পাস মসজিদে বাদ এশার নামাজের পর তার সু-স্বাস্থ্যে দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহিম, জেলা ছাত্রলীগের যুগ্ম- সম্পাদক সালমান গোলদার, জেলা ছাত্রলীগ নেতা মোঃ আরিফ, ভোলা সরকারি কলেজ, শাহবাজ খান হল ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ প্রমূখ।