আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং, ১৮ই রমযান, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ভোলার খবর ডেস্ক :

ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ( ২২ মার্চ) সকালে জেলা কার্যালয়ের সামনে কুরআন খতম ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শুরু হয়।পড়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। সেখানে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সমস্যা নিরসনকল্পে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব, আলেম ও ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ( বিপিএম,পিপিএম -সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মামুন আল ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের ট্রেইনার মোঃ রিয়াজউদ্দিন কাশেমী প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরো গতিশীল করেছে।পরে দোয়া মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন