ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ-বিজয় র্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের অর্জন, অগ্রগতি ও উন্নয়ন সম্পর্কে তুলে ধরতে বোরবার (২০ মার্চ) ৫০টি জাতীয় পতাকা সম্বলিত ৫টি সুসজ্জিত যানবাহনে ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।ভোলা জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী সকালে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা প্রাঙ্গণ থেকে র্যালীটির শুভ উদ্বোধন করেন।উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের উক্ত র্যালিটি ভোলা জেলার ৬টি উপজেলা প্রদক্ষিণ করেছে।