স্বামী বদলের মত দলও বদল করলেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : কলকাতার এ সময়ের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। একে একে তিনটি বিয়ে করে আবার বিচ্ছেদ হয়ে গেছে এ অভিনেত্রীর। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। এরপর রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষণ ব্রজকে বিয়ে। তারপর কৃষণের সঙ্গেও বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। তারপরই একটি এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু সুপারভাইজার রোশনের সঙ্গে ফের বিয়ে হয় নায়িকার। সেই বিয়ে বিচ্ছেদ হতেও সময় নেয়নি শ্রাবন্তী। যদিও তৃতীয় স্বামীর সঙ্গে আইনগতভাবে ডিভোর্স না হলেও ছড়িয়েছে নতুন প্রেমের গুঞ্জন। এভাবেই একের পর এক স্বামী বদলের মত এবার রাজনৈতিক মাঠেও দল বদল করলেন নায়িকা শ্রাবন্তী।বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোট করে ধরাশায়ী হয়েছেন এই অভিনেত্রী। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি।