মনপুরায় বিজয় দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলার খবর ডেস্ক :
ভোলার মনপুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। প্রস্তুতিমূলক সভা সঞ্চালন করেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সুচনা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় র্যালী, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, তোড়ন নির্মাণ ও আলোকসজ্জাসহ ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। এই সময় উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এছাড়া সভার শুরুতে উপজেলা আ’লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা আ’লীগ কার্যকরী কমিটির সদস্য মরহুম মাওলানা মোঃ ছালাহউদ্দিন এর মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহন ও মরহুমের রুহের মাগফেরাত কমানা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।