বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার, ভোলাকে ফুলেল শুভেচ্ছা
ভোলার খবর ডেস্ক :
বুধবার (০৮ ডিসেম্বর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয়কে বরিশাল রেঞ্জের নভেম্বর/২০২১ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলা সদর মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, সদর কোর্ট পুলিশ, শহর ও যানবাহন শাখা, ভোলা এর পক্ষ থেকে পুলিশ সুপার ভোলা মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার সকলকে ধন্যবাদ জানান এবং এই সাফল্যের ধারা অব্যাহত রেখে পুলিশি কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর মঙ্গলবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জের নভেম্বর/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়কে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।