শেখ মনি’র জন্মদিনে ভোলায় যুবলীগের র্যালি
ভোলার খবর ডেস্কঃ-
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ। আজ শনিবার বেলা ১১টায় ভোলায় শেখ মনি’র ৮৩তম জন্মদিনে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড.আশিকুর রহমান শান্ত সার্বিক তত্ত্বাবধানে যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন ও তুহিন মোল্লার নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালি করে ভোলা জেলা যুবলীগ। র্যালিটি শহরের মুসলিম পাড়া যুবলীগ কার্যালয়ের সামনে থেকে সদররোড হয়ে গুরুত্বপূর্ণ জায়গা অতিক্রম করে পুনরায় যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।