ভোলায় আনন্দ পাঠশালায় উল্লাস,কুইজ সমাপনী পর্ব সম্পূর্ণ
শিক্ষা প্রতিনিধিঃ-
১৯ নভেম্বর ২০২১ এ দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া প্রভাতী কুইজের ১ম সিজনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হল আজ ২৬ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৩ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলতাজের রহমান কলেজের সহকারি অধ্যাপক হালিমা আক্তার ঝর্না,ফাতেমা খানম কলেজের উপাধ্যক্ষ বিল্লাল হোসেন জুয়েল, শিক্ষক রিয়াজ উদ্দিন, জাকির হোসেন, ও দিদার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা নিউজের প্রকাশক ও সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। ফাইনাল রাউন্ডে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান টি সফল ও সার্থক করে তোলে। আয়োজক কমিটির পক্ষ থেকে শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ জানিয়েছেন আগামী ১৬ ই ডিসেম্বর প্রতিযোতার ফলাফল গোসনা ও পুরস্কার বিতরণ করা হবে।