সিপিপি উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ।।
স্টাফ রিপোর্টঃ-
আজ ০৫,০৯,২০২১ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উদ্যোগে নারী স্বেচ্ছাসেবকদের এক দিনব্যাপী মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নে নারী নেতৃত্ব ও নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন ভোলা জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)এর উপ পরিচালক জনাব মোঃ আব্দুর রশিদ স্যার। প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপস্থিত ছিল সিপিপি মনপুরা উপজেলা টিম লিডার জনাব মোঃ এরফান উল্লাহ চৌধুরী, হাজিরহাট ইউনিয়নের সিপিপি টিম লিডার জনাব মোঃ মোশারফ হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিম লিডার জনাব মোঃ জহুরুল ইসলাম, মনপুরা উপজেলার সিপিপি ওয়ারলেস অপারেটর মোঃ শহিদুল ইসলাম।