ভোলায় গত ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু, করোনায় আক্রান্ত ৭৯
রোকনউদ্দিন হাওলাদারঃ-
ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।
সোমবার (১৬ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মৃতদের মধ্যে সদরের ২ জন, দৌলতখানে ১ জন ও লালমোহনে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ৭২ জনের মৃত্যু হলো।
জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩১০টি নমুনা পরীক্ষা করে নতুন ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৮১ জনে। বর্তমানে আক্রান্ত আছেন দুই হাজার ১১১ জন।
ভোলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৭ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮১ জন।