আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৬ ইং, ২০শে রজব, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় “টবগী মাধ্যমিক বিদ্যালয়ের” অভাবনীয় সাফল্য।

মো: আশরাফুল আলম: ​ভোলা সদর উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ক্রিকেটে ও ভলিবলসহ প্রধান চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টবগী মাধ্যমিক বিদ্যালয়।
​বুধবার বিকেলে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গজনবী স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: আরিফুজ্জামান।
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: রকিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জনাব সাপাতুল ইসলাম, উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু,প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন আহাম্মেদ সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলা, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম আচার্য্য, সঞ্চালক হিসেবে আনোয়ার পারভেজসহ ভোলা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানের প্রধান ও মাদ্রাসার সুপারগণ। ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আরিফুজ্জামান বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীল ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের এই বিজয়ীদের মাঝ থেকেই আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।” ​এবারের প্রতিযোগিতায় টবগী মাধ্যমিক বিদ্যালয় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিদ্যালয়টি ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস (একক) এবং টেবিল টেনিস (দ্বৈত)—এই চারটি গুরুত্বপূর্ণ ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে অসংখ্য পুরস্কার লাভ করেছে। ​গত তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। প্রতিটি ইভেন্টে খেলোয়াড়দের হার না মানা লড়াই এবং দর্শকদের উত্তেজনা প্রতিযোগিতাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। ​অনুষ্ঠান শেষে সভাপতি জনাব মো: রকিবুল হাসান সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন