ভোলার ৪ আসনে মনোনয়ন যাচাই শেষে ৭ জন বাতিল, বৈধ প্রার্থী ২৪

ভোলা প্রতিনিধি: ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দুজন রাজনৈতিক দলের এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাতিল হওয়া রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন— ভোলা-১ আসনে জাতীয় পার্টির মোঃ আকবর হোসেন এবং ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মোঃ কামাল উদ্দীন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনে রফিজুল হোসেন, ভোলা-২ আসনে মহিবুল্লাহ খোকন ও তাছলিমা বেগম, ভোলা-৩ আসনে মোঃ রহমত উল্লাহ এবং ভোলা-৪ আসনে মুহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে চারটি আসনেই বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।
জামায়াতে ইসলামের বৈধ প্রার্থীরা হলেন- ভোলা-১ আসনে অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ভোলা-২ আসনে সাবেক আমির মোহাম্মদ ফজলুল করিম, ভোলা-৩ আসনে মুহাম্মদ নিজামুল হক নাঈম এবং ভোলা-৪ আসনে মোহাম্মদ মোস্তফা কামাল। এ ছাড়া ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের মনোনয়নপত্রও বৈধ হয়েছে। অন্যান্য বৈধ প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনে ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী, গণঅধিকার পরিষদের মোঃ আইনুর রহমান (জুয়েল) মিয়া, এনপিপির মোঃ মিজানুর রহমান রয়েছেন। ভোলা-২ আসনে আম জনতার দলের মোঃ আলাউদ্দিন, খেলাফত মজলিসের মোঃ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন খন্দকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম রিন্টু এবং এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র বৈধ পেয়েছেন। ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলনের মোঃ মোসলেহ উদ্দিন, গণঅধিকার পরিষদের আবু তৈয়ব, জাতীয় পার্টির মোঃ কামাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রহমত উল্লাহ সেলিম বৈধতা পেয়েছেন। ভোলা-৪ আসনে এনডিএমের আবুল কালাম, আম জনতার দলের মোঃ জামাল উদ্দিন রুমী এবং জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
উল্লেখ্য, ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ১১টি রাজনৈতিক দল ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আসনভিত্তিক প্রার্থীর সংখ্যা ছিল- ভোলা-১ ও ভোলা-২ আসনে ৯ জন করে, ভোলা-৩ আসনে ৬ জন এবং ভোলা-৪ আসনে ৭ জন। মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলাম থেকে ৪ জন করে, জাতীয় পার্টি থেকে ৩ জন, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ থেকে ২ জন করে প্রার্থী বৈধতা পেয়েছেন। এছাড়া বিজেপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এনপিপি, খেলাফত মজলিস, এলডিপি ও এনডিএম থেকে একটি করে আসনে প্রার্থী বৈধ হয়েছেন।
