আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৬ ইং, ১৯শে রজব, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিধবার সম্পত্তি দখল ও হত্যার হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক বৃদ্ধ বিধবার কাছ থেকে চাঁদা দাবি, বসতঘরে হামলা, জমি দখল, ফসল ও মাছ লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সামছুন নাহার (৬০) জানান, তিনি দক্ষিণ কুতুবা ছাগলা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামী চাঁন মিয়া গোলদার ২০১৮ সালে মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ অবস্থায় স্বামীর ভিটাতেই বসবাস করছেন। তিনি একজন অসহায় বিধবা নারী, যার উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত রিপন গোলদার (যুবদল সভাপতি, কুতুবা ইউনিয়ন দক্ষিণ), নয়ন গোলদার (স্বেচ্ছাসেবকদল সেক্রেটারি) ও ফারুক গোলদার (৯ নম্বর ওয়ার্ড মূলদল সাংগঠনিক সম্পাদক) তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাঁর বসতঘরে হামলা চালায় এবং পেট্রোল ঢেলে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযুক্তরা জোরপূর্বক তাঁর চাষকৃত জমির ধান কেটে নেয়, জমি দখল করে নেয় এবং সেখানে মুরগির ফার্ম স্থাপন করে। এছাড়াও সশস্ত্র লোকজন নিয়ে এসে তাঁর পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী জানান, এসব ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিষয়টি জানালেও তিনি কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে সামছুন নাহার বলেন, “আমি কারও ক্ষতি করিনি। স্বামী জীবদ্দশায় কষ্ট করে যে সামান্য সম্পত্তি রেখে গেছেন, সেটুকু নিয়েই আমি বাঁচতে চাই। কিন্তু আজ আমার ঘরবাড়ি ও জীবন দুটোই হুমকির মুখে।” তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের বিবেকবান নাগরিকদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, বৃদ্ধ সামছুন নাহারের একমাত্র মেয়ে লাখি স্বামীর সংসারে রয়েছেন। তাঁর দুই ছেলের মধ্যে একজন রুবেল প্রতিবন্ধী, অন্যজন রোমান স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচারের আশায় নিজের দুর্দশার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন ওই বৃদ্ধ বিধবা।

ফেসবুকে লাইক দিন