পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন, প্রতিনিধিঃ ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর ও পদ্মা মনসা এলাকায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীউল ইসলাম ইসকেম এবং মোঃ জয়নাল আবেদীন। অভিযান পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ধারা ১৫ অনুযায়ী তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শাস্তিপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— মেসার্স এস এন এস ব্রিকস প্রোঃ মোঃ জসীম উদ্দীন হাওলাদার দালালপুর, হাকিমউদ্দিন, বোরহানউদ্দিন তাকে — ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে মেসার্স রাকিব ব্রিকস প্রোঃ মোঃ বেলায়েত হোসেন পদ্মা মনসা, কুঞ্জের হাট, বোরহানউদ্দিন— ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়।
মেসার্স মোল্লা ব্রিকস প্রোঃ মোঃ নাফিউল ইসলাম মোল্লা পদ্মা মনসা, কুজের হাট, বোরহানউদ্দিন, ভোলা। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের পাম্প মেশিন ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন নৌবাহিনী ভোলা, পুলিশ লাইন ভোলা, বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যবৃন্দ এবং বোরহানউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
