আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ ইং, ২৮শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিন চক্ষু ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেনঃ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বোরহানউদ্দিন চক্ষু ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার এস জে এস জালাল কমপ্লেক্সে আজ ২১ নভেম্বর সকাল ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ক্লিনিকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন চক্ষু ক্লিনিকের পরিচালক মোঃ কামাল উদ্দিন রায়হান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,
“বোরহানউদ্দিন ও ভোলার সাধারণ মানুষের মানসম্মত চক্ষু চিকিৎসার জন্যই আমরা এই ক্লিনিক শুরু করেছি। আল্লাহর রহমতে আধুনিক চিকিৎসা সেবাকে সহজলভ্য করতে আমরা বদ্ধপরিকর। রোগীর সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।” প্রধান অতিথি ভোলা জেলা আলেম কুল শিরোমনি পীর সাহেব বাটামারা আলহাজ্ব মাওলানা মোঃ মহিবুল্লাহ বলেন, “চোখ আল্লাহর একটি অমূল্য নিয়ামত। মানুষের এই গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসায় নতুন ক্লিনিকের যাত্রা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে মানুষের কল্যাণে কবুল করেন।” বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা মোঃ মাকসুদুর রহমান বলেন, “এ এলাকায় দীর্ঘদিন ধরে মানসম্মত চক্ষু চিকিৎসার অভাব ছিল। এই ক্লিনিক সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ বলেন, “আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়ে বোরহানউদ্দিন চক্ষু ক্লিনিক একটি মানবিক উদ্যোগ। এলাকার রোগীরা এর মাধ্যমে উপকৃত হবেন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি মোঃ নাসির বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইকবাল হোসেন নয়ন,ক্লিনিক পরিচালক মোঃ শহিদ উল্যাহ, মোঃ আবুল কালাম, জাহিদ হোসেন সবুজ, হুমায়ুন কবির প্রমুখ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ রাকিবুল ইসলাম, এবং সংগীত পরিবেশন করেন দ্বীপাঞ্চল শিল্পগোষ্ঠী। সঞ্চালনা করেন মঈন-বিন-সাইফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন—“বোরহানউদ্দিনে এতদিন চোখের চিকিৎসার জন্য শহরে যেতে হতো। এখন নিজ এলাকায় এমন ক্লিনিক হওয়ায় আমরা খুবই খুশি। আধুনিক যন্ত্রপাতি ও সেবার মানও খুব ভালো বলে মনে হচ্ছে। “গ্রামঞ্চলের মানুষের জন্য এটি বড় আশীর্বাদ। স্বল্প খরচে ভালো চিকিৎসা পাবো বলে আশা করছি।” দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা বোরহানউদ্দিন চক্ষু ক্লিনিকের সফলতার জন্য শুভকামনা জানান এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন