বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারসুল কুরআন প্রোগ্রামে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশে সপ্তাহব্যাপী “কুরআন প্রশিক্ষণ কর্মসূচি” গ্রহণ করেছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ভোলার বোরহানউদ্দিনে সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক ছাত্রনেতা মো. সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন, ভোলা জেলা ছাত্রশিবির সভাপতি মো. জসীম উদ্দিন, এবং উপজেলা সভাপতি মইন বিন সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা সভাপতি শামীম শরীফ।
বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা দেয় এবং শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে কুরআনের শিক্ষা অপরিহার্য। তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের অনুবাদ পড়ে আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যা তাদের সঠিক পথে পরিচালিত করবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
