বোরহানউদ্দিনে বাবার জমি রক্ষায় লড়ছেন অসহায় লাইজু” গণধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বাবার মৃত্যুর পর থেকেই পরিবারের দায়িত্ব অসহায় বন্যা ইসলাম লাইজুর কাধে। অসহায় লাইজু ঢাকায় চাকুরী করে চালায় তার মায়ের সংসার। স্বামীর মৃত্যুর পর থেকেই মায়ের পরিবারের কাছে বসবাস করছেন অসহায় বন্যা ইসলাম লাইজু। মায়ের কাছে বাসবাস করেও যেনো শান্তির ঠাই মেলেনি তার। এলাকার প্রভাবশালী মনজুরুল আলমের খপ্পরে পরেন তার পুরো পরিবার। বাবার রেখে যাওয়া জমি দখলের পায়তারা করছেন মনজুরুল আলমসহ তার বাহিনী। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবু বকরের ছেলে মনজুরুল আলমের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বন্যা ইসলাম লাইজুসহ পুরো পরিবার।
মঙ্গলবার বিকেলে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী বন্যা ইসলাম লাইজু অভিযোগ করে বলেন, তাদের পরিবারের ওপর চলমান অমানুবিক নির্যাতন চালায় একই এলাকার মনজুরুল আলম গংরা। এলাকায় প্রভাবশালী জানান দিতে সাধারণ অসহায় পরিবারের ওপর মনজুরুল আলমের অত্যাচার যেন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ভুক্তভোগী পরিবার লাইজু ইসলামের ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা ব্যর্থ হয়ে হত্যার হুমকি ও গণধর্ষনের হুমকির দেয় মনজুরুল আলম। এসব অভিযোগ করেন বন্যা ইসলাম লাইজু। অন্যদিকে অভিযুক্ত মঞ্জুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসএ খতিয়ান অনুযায়ী তারা জমির মালিক হিসেবে ৮ শতাংশ জমি দখল করেছেন।
তবে বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার্যালয়ে মামলা চলমান রয়েছে। এছাড়াও হত্যার হুমকি ও গনধর্ষণের হুমকি মিথ্যা বলে জানান তিনি।
