বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধ, কৃষকের ধানে বিষাক্ত স্প্রে, ফসল নষ্ট

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ধানের জমিতে বিষাক্ত স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষক মনুজরুল ইসলাম ফকির জানান, তিনি প্রায় ৮ শতাংশ জমিতে ধান রোপণ করেছিলেন। ধানগাছ বড় হয়ে ওঠার পর প্রতিপক্ষ লাইজু আক্তার বন্যা ও পার্শ্ববর্তী মোসলেউদ্দিনের সহযোগিতায় তার জমিতে বিষাক্ত ওষুধ স্প্রে করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই ধানগাছ পুরে নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, “ওই জমি নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে থানায় মামলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতেও একটি মামলা চলমান রয়েছে। তবুও তারা এই সময়ের মধ্যে এমন ক্ষতিকর কাজ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন হাওলাদার বলেন, “জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। বিষয়টি শালিশ-বিচারের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে। ধান নষ্ট করে দেওয়া ঠিক হয়নি। ধান আসলে তখন যে কেউ নিতে পারতো, কিন্তু এখন ধান পুড়িয়ে ফেলা খুবই অন্যায়।” অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ লাইজু আক্তার বন্যার মা জানান, “আমরা শালিশ-বিচার করে তাদের সাথে পারি না। জমিটি আমাদের নিজের বলে আমরা মনে করি, তাই এ কাজ করেছি।” স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কৃষক মনুজরুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়, এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি হলে আইন অনুযায়ী ব্যাবস্তা নেওয়া হবে।
