আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ ইং, ৮ই জিলহজ্জ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বামনায় উপজেলা নির্বাচনে চলছে ত্রি- মুখী লড়াই, কে হবেন? উপজেলা চেয়ারম্যান

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মে ৩য় ধাপের ভোট গ্রহন।
বরগুনার বামনা উপজেলায় উক্ত নির্বাচনকে ঘিরে চলছে নানা ভাবে প্রচার প্রচারনা। প্রার্থীরা ঘুড়ছেন ভোটারদের ধারে ধারে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিন জন প্রার্থী, এর মধ্যে রয়েছেন পরপর দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ডৌয়াতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা তিনি লড়াইয় করছেন ঘোড়া মার্কা নিয়ে, সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মোঃ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন তিনি লড়ছেন দোয়াত কলম মার্কা নিয়ে, দুইবারের পরপর নির্বাচিত ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তিনি লড়ছেন আনারস মার্কা নিয়ে। তাহলে কে হবেন উপজেলা চেয়ারম্যান নানা কল্পনা জল্পনা সাধারণ ভোটারদের মাঝে।
তবে বসে নেই প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারনা, বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে উঠান বৈঠক, পথ সভা, কর্মী বৈঠক, জনসংযোগ হাটে বাজারে লিফলেট বিতরণ। মিছিল মিটিং আর প্রচার প্রচারনা নিয়েই ব্যাস্থ সময় পার করছেন প্রার্থীরা।
অপরদিকে বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও সাত জন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও একই আঙ্গিকে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। ভোটারদের দিয়ে যাচ্ছেন নানা ধরনের আকাঙ্খা। তেমনটাই দেখা যাচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের অবস্থা। সংখ্যায় কম হলেও প্রাচর প্রচারনায় কমতি নেই। তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ৩ পদে ১৩ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বতা করে যাচ্ছেন। প্রার্থীদের বিভিন্ন এলাকায় হাটে বাজারে পোস্টার লাগানো প্রচার প্রচারনা আর মাইকিং এ নির্বাচনী আমজকে জনগণের মাঝে উৎফুল্লতার সৃষ্টি করছে এমনটই ধারণা সাধারণ জনগণের। নির্বাচনের সময় যত গনিয়ে আসছে ততোই উৎসব মুখর পরিবেশ হয়ে উঠছে। আর প্রার্থীরাও প্রচার প্রচারনায় ততই ব্যস্থ সময় পার করছেন।

ফেসবুকে লাইক দিন