আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় “প্রানী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ধারণ করে এক দিনের প্রানীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি।
আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ সুলতানা নাদিরা এমপি বামনা সরকারি সরোয়ার জাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, অনুষ্ঠিত মেলার স্টলে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল ভেড়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিদর্শন করেন। মেলার স্টল পরিদর্শন শেষে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন বামনা উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরবিন্দ দাস স্বাগতিক বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ০৩ নং রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, ০১ নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সবুজ বাবুল সহ আরও অনেকে।

ফেসবুকে লাইক দিন