ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আয়োজিত ঈদ পূনর্মিলনী
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) বিকালে ৫ টার সময়,ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ইদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ও মোহনা টেলিভিশনের কাঠলিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মাছুম বিল্লাহ সহ আরো অনেকে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: রশিদ হাওলাদার, জেলা যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি বার্তার সম্পাদক মো: মাহবুবুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।
শেষে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদারসহ একুশে টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা জানান প্রধান অতিথি।