আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

আরিফ পণ্ডিত: ভোলার বোরহানউদ্দিনে’ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার নানা জাঁকজমক কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা সূচনা হয়।
সকাল ১০ টায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন সরকার। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জেলেদের প্রতি জাটকা না ধরার আহব্বান জানান তিনি।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,ভোলা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জুয়েল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
এছাড়াও এছাড়াও বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সদস্য জিয়াউল হক রবি উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন