ঝালকাঠিতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক চত্বরে প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান করেন জেলা প্রশাসন। পরে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার বাহিনীসহ সরকারের বিভিন্ন অধিদপ্তর ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিতকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দেয়াল চিত্র, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শণ, ঢাকা রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, জেলার সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।