ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে “সময়ের আলো” পত্রিকার ৫ বছর পুর্তি অনুষ্ঠিত
মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধিঃ- জাতীয় দৈনিক “সময়ের আলো” পত্রিকার ৫বছর পুর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকির, কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, প্রেসক্লাব সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহা। জেলা প্রতিনিধি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্মসম্পাদক এডভোকেট আ.স.ম মাহমুদুর রহমান পারভেজের সঞ্চালনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কেক কেটে ও পত্রিকার বিভিন্ন দিক নিয়ে প্রশংসিত আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।