কাঠালিয়ায় জাতীয় বীমা দিবস ২০২৪ পালিত হয়েছে।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ‘করবো বীমা, গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ।’ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়।
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে, আজ শুক্রবার সকালে ৯.৩০ মিনিট সময় ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোঃ লিঃ জন বীমা কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে, ‘করবো বীমা, গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে ৫ম জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে প্রথমে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির সভায় বক্তৃতা রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার। এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাঠালিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ ছরোয়ার সিকদার, সহকারী প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন আকাশ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, জাহানারা নার্গিস প্রমূখ।
অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারী ও গ্রহক, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।