আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং, ২৫শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

নলছিটি তালতলা বাজার থেকে ৫ কেজি গাজা সহ গোশত ব্যবসায়ি ফারুক আটক

মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি তালতলা বাজার থেকে ৫ কেজি গাজাসহ এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিবি পুলিশের এসআই মো: মজিবুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফোর্স অভিযান চালিয়ে ৫নং সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের মৃত হাসেমের পুত্র মো: ফারুক খান (৬০) কে ৫কেজি গাজাসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় পুলিশ বাদী হয়ে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ঝালকাঠির ডিবি ওসি মো: মনিরুজ্জামান এ প্রতিবেদককে জানান, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী নলছিটির সুবিদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে খলিলুর রহমান, আলামিন ও জলিল পালিয়ে যেতে সক্ষম হয়। পরর্বতী উভয়ের পিতা ফারুক খানকে নিজ বাড়ী থেকে ৫কেজি গাজাসহ আটক করা হয়। পালিয়ে যাওয়া ব্যাক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ঝালকাঠির ডিবি ওসি প্রতিবেদককে এসব তথ্য জানান ।

ফেসবুকে লাইক দিন